Principal Message

আদিনা ফজলুল হক সরকারি কলেজ পরিচিত তৎকালীন বৃটিশ ভারতের মালদাহ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও প্রতিষ্ঠাপক
View Details →College Description
আদিনা ফজলুল হক সরকারি কলেজ পরিচিত
তৎকালীন বৃটিশ ভারতের মালদাহ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও প্রতিষ্ঠাপক ইদ্রিশ আহমদ তাঁর নিজ গ্রাম দাদনচকে বিশ শতকের প্রথম পাদেই প্রতিষ্ঠান করেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। উচ্চ শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে তিনি তাঁর সংগ্রাম অব্যাহত রাখেন। বিশের দশকে তাঁর কর্মগুনে বৃহত্তর মালদহ, মুর্শিদাবাদ এবং রাজশাহী জেলায় তিনি সুপরিচিত হয়ে ওঠেন। তাঁর আতœত্যাগ ও মহৎ কর্মযজ্ঞই তাঁকে খ্যাতিমান করে তুলেছিল। তিনি জানতেন আর্থ-সামাজিক উৎকর্ষ সাধনের মূলমন্ত্র বা চাবিকাঠি হলো শিক্ষা। তাই উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করাই তখন তাঁর জীবনের ব্রত হয়ে উঠেছিল।
বিশের দশকে শেরে বাংলা এ.কে.ফজলুল হক এর সহচর্যে এসে ইদ্রিশ আহমদ রাজনীতিতে মনোনিবেশ করেন। তাঁর মেধা ও দক্ষতার গুনে তিনি হক সাহেবের বিশিষ্ট রাজনৈতিক সহচর এবং দক্ষিণ হস্ত হিসেবে পরিচিত হয়ে উঠেন। এক সময় ফজলুল হক তাঁকে বঙ্গীয় কৃষকপ্রজা পার্টিতে যোগ দেবার পরামর্শ দেন। ইদ্রিশ আহমদ হক সাহেবের পার্টিতে যোগ দেন এবং স্বল্প সময়ের মধ্যে তাঁর প্রজ্ঞা, ধী-শক্তি ও মধুর আচরণের দ্বারা জনপ্রিয় হয়ে ওঠেন। এর কয়েক মাসের মধ্যে ইদ্রিশ আহমদ মালদহ জেলা কৃষক প্রজা পার্টির সভাপতি নির্বাচিত হন।
ইদ্রিশ আহমদ উপলদ্ধি করেছিলেন যে রাজনৈতিক শক্তি এবং জনপ্রতিনিধিত্বের আইন সম্মত অধিকারের মিলিত প্রভাব দ্বারাই তিনি তাঁর অভীষ্ট লক্ষ্য প্রতিষ্ঠা করতে পারবেন। ইতোমধ্যে ১৯২৬ সনে তিনি তাঁর নিজ ইউনিয়ন বোর্ড দূর্লভপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ইদ্রিশ আহমদ কলেজ প্রতিষ্ঠার সেই শুভক্ষনের প্রতিক্ষায় ছিলেন। সেই ক্ষণ এসে গেল ১৯৩৫ সনের ভারত আইনে প্রাদেশিক স্বায়ত্বশাসন ব্যবস্থা প্রবর্তন করার ফলে। তিনি ১৯৩৭ সনে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে কৃষক প্রজাপার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পান এবং বিপুল ভোটে জয় লাভ করেন। তিনি দক্ষিণ মালদহ নির্বাচনী এলাকার প্রার্থী ছিলেন। শেরে বাংলা এ,কে, ফজলুল হক বাংলার মূখ্য মন্ত্রী হলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর উপর অর্পিত হলো। বঙ্গীয় ব্যবস্থাপক সভার প্রথম অধিবেশনে ইদ্রিশ আহমদ শিক্ষা দীক্ষায় অনগ্রসর মালদাহ জেলায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব
একাডেমিক ক্যালেন্ডার ও কোর্স প্লান ১
উত্থাপন করেন। অত্যন্ত বলিষ্ঠ, যুক্তিপূর্ণ এবং আবেগময় ভাষায় তিনি উচ্চ শিক্ষা বিকাশের পক্ষে তাঁর বক্তব্য তুলে ধরেন। তাঁর এই বক্তব্য সভায় সকল সদস্য অকুন্ঠচিত্তে সমর্থন করেন এবং প্রস্তাবটি পাশ হয়ে যায়। এ ব্যাপারে ফজলুল হক সাহেবের পূর্ণ সমর্থন এবং সহযোগীতা পেয়ে ১৯৩৮ সনে তিনি আদিনা কলেজ প্রতিষ্ঠা করেন।
কলেজের নামকরণ : উত্তর মালদহের আদিনা শশহাজারি ওয়াকফ স্টেটের মতওয়াল্লি বেগম শামসুন্নাহার কলেজের উন্নতিকল্পে তিনশত বিঘা জমি দান করেছিলেন। কিন্তু এ সব জমি কলেজের উন্নয়নে ব্যবহার হয়েছিল কিনা তা জানা যায় না। তবে কলেজের নামের সাথে আদিনা শব্দটি রয়ে যায় যা এখনো বিদ্যমান। কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তাই ইদ্রিশ আহমদ হক সাহেবকে স্বরনীয় করে রাখার জন্য কলেজের নাম দেন আদিনা ফজলুল হক কলেজ। কলকাতা বিশ^বিদ্যালয় কলেজটিকে প্রথমেই স্থায়ী এফিলিয়েশন দান করে। উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা ও গণিত এই দশটি বিষয় পড়ানোর জন্য বিশ^বিদ্যালয় অনুমোদন দেয়। কলেজের প্রথম অধ্যক্ষ জনাব মোঃ সানাউল্লাহ, এম,এ (আরবি)।
সংক্ষিপ্ত ঘটনাপঞ্জী : ১৯৩৮ সনে আদিনা কলেজ স্থাপিত, ১৯৬৪ সনে স্নাতক শ্রেণির (বি.এ, বি.কম) ক্লাস শুরু, ১৯৬৭ সনে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান শাখার উদ্বোধন, ১৯৭৮ সনে বি.এস-সি উদ্বোধন, ১৯৮৬ সনে জাতীয় করণ, ২০০৬ সনে স্নাতক সম্মান বিষয়ে ক্লাশ শুরু (বিষয়- ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও গণিত)।
Notice & Circular
Description | Date | Download | View Details |
২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পূন:সংশোধিত সময়সূচী | 2020-12-30 12:15:13 | Download | View Details |
২০১৮ সালের অনার্স ৩য় বর্ষ (বিশেষ) পরীক্ষার সময়সূচী | 2020-12-30 12:13:20 | Download | View Details |
রোভার স্কাউট ভর্তি বিজ্ঞপ্তি | 2020-11-22 12:57:05 | Download | View Details |
২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি | 2020-10-12 10:26:53 | Download | View Details |
২০২২-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরমে স্বাক্ষর করা সংক্রান্ত বিজ্ঞপ্তি | 2020-10-10 13:10:31 | Download | View Details |
২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি | 2020-09-29 12:43:01 | Download | View Details |
ক্লাসসমূহ বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি | 2020-01-29 05:12:56 | Download | View Details |
আদিনা ফজলুল হক সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক জনাব মোহাঃ কবিরুদ্দীন-এর পাসপোর্ট প্রদানের লক্ষে NOC প্রেরণ প্রসঙ্গে। | 2019-11-25 08:41:43 | Download | View Details |
আদিনা ফজলুল হক সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাঃ জিয়াউল হক-এর পাসপোর্ট প্রদানের লক্ষে NOC প্রেরণ প্রসঙ্গে। | 2019-10-17 07:47:51 | Download | View Details |
ক্লাসসমূহ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি | 2019-08-31 08:41:21 | Download | View Details |
College Documentary
আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রতীকেরে রয়েছে বৃত্ত। ভেতর থেকে বাইরে বৃত্তগুলো যথাক্রমে সত্য, সুন্দর, পবিত্রতা ও বিশ্বজনীনতার প্রতীক। একটি উন্মুক্ত গ্রন্থ জ্ঞানের প্রতীক। একটি ফিতার বন্ধন বন্ধুত্ব ও পরমতসহিষ্ণুতার প্রতীক। একটি প্রদীপশিখা আলোকিত মানুষের প্রতীক।
Updated on: 2021-01-26
Visitor Counter
Today's Visitor | : | 37 |
Yesterday's Visitor | : | 28 |
Last 7 Day's Visitor | : | 291 |
This Month's Visitor | : | 954 |
Last Month's Visitor | : | 0 |
Total Visitor | : | 31927 |